ভুয়া সংবাদ বা গুজব চিনার উপায় | Tips to identify fake news Facts
আজকের এই ভিডিও তে আমরা জানতে পারব ভুয়া সংবাদ বা গুজব চিনার উপায় গুলি।
ফেইক নিউজ হচ্ছে মিথ্যা ও বানোয়াট সংবাদ। এসব সংবাদের কোনো নির্ভরযোগ্য উৎস থাকে না, এবং কখনো কখনো বিশেষ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে, যেমন রাজনৈতিক, অর্থনৈতিক ফায়দা লাভের জন্য এগুলো ছড়ানো হয়। আর এ সমস্যার সাথে যে বিষয়সমূহ জড়িত, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, ভুয়া সংবাদের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা।
ইন্টারনেটের দ্রুতি, ও সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা, এই দুইয়ের বৃদ্ধিই হচ্ছে তথ্যপ্রবাহের মূল চালিকাশক্তি। আর এর ফলে কেবল তথ্যই নয়, তার সাথে সাথে ভুয়া তথ্যের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে । ফেইক নিউজের ভয়াবহ রূপ আমরা দেখেছি, এবং এখনো দেখে যাচ্ছি। সেজন্য প্রয়োজন তথ্যের সত্যতা, বস্তুনিষ্ঠতা ইত্যাদি যাচাই করা। আজকের ভিডিও তে আমি দেখিয়ে দিবো কোনো নিউজ বা তথ্যের সত্যতা কীভাবে যাচাই করবেন।
No comments