চীনা হ্যাকাররা বিতাড়িত করেছিলো গুগলকে | Google vs China Cyber War | Operation Aurora

২০১০ সালের দিকে গুগলের চীনা সার্চ ইঞ্জিনে বড় ধরনের সাইবার অ্যাটাক পরিচালনা করা হয়। অপারেশন অরোরা কোড নেমের আড়ালে চীনা হ্যাকাররা সেই সাইবার অ্যাটাকের মাধ্যমে অসংখ্য চীনা মানবাধিকার কর্মীর তথ্য হাতিয়ে নেন, গুগলের নানা রকমের ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপর নগ্ন আক্রমণ পরিচালনা করেন। গুগল এই ঘটনায় হতচকিত হয়ে যায় এবং তদন্ত শুরু করে। তদন্তের রিপোর্টে দেখা যায়, সাইবার অ্যাটাক চীন থেকেই পরিচালনা করা হয়েছে। পরবর্তীতে সেন্সরশিপ নিয়ে চীনা সরকারের সাথে গুগলের বড় ধরনের ঝামেলা শুরু হয়। চীনা বাজার থেকে গুগলের প্রস্থান আমাদের বার্তা দেয় চীনে ব্যবসা করতে গেলে কমিউনিস্ট পার্টির বেধে দেয়া নিয়মে করো, না হয় চলে যাও। ------------------------------------ সুপ্রিয় দর্শকবৃন্দ Info Desk BD চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা রইলো। বর্তমানে সবাই যখন সস্তা বিনোদনের পেছনে ছুটছে তখন আমরা আপনাদের জন্য জ্ঞান চর্চা নিয়ে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো একটি সুন্দর জ্ঞানচর্চার প্লাটফর্ম হিসাবে এই চ্যানেলকে প্রতিষ্ঠিত করা। ইনশাল্লাহ আমরা সেটি করে চলেছি। এই চ্যানেলটা তাদের জন্য যারা বিজ্ঞান, প্রযুক্তি এবং বিশ্বের মধ্যে চলমান বৈচিত্রময় বিষয়ে জানতে আগ্রহী। তাই সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি Subscribe করে বেল বাটন টা ক্লিক করে রাখুন।

No comments

Powered by Blogger.