বিমানে মোবাইল ব্যবহার নিষিদ্ধ কেনো? বিমানে কী কী ব্যবহার করা যাবে? Penalty for phone open in the plane


যদিও সরাসরি যাত্রীদের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার হয়ত কোন বিমান বিধ্বস্তের ঘটনা এখনো হয়নি। কিন্তু একটি বিমানের সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত হচ্ছে Take Off এবং Landing এর সময়। আর এই সময়টাতে পাইলট তাদের নেভিগেশন সিস্টেমের মাধ্যমে Air traffic control এর সাথে যোগাযোগ করে থাকে। আর এই যোগাযোগ করার ক্ষেত্রে আপনার ডিভাইসটি পাইলটদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে চায়। আমেরিকান অভিনেতা Alec Baldwin একবার নিউইয়র্ক থেকে এক ফ্লাইটে উঠেছিলেন এবং সেখানে তিনি তার প্রিয় গেমটি খেলছিলেন। তাকে বার বার বলার পরেও তিনি তা বন্ধ করেননি। আর অবশেষে এমন নিয়ম ভঙ্গের জন্য তাকে ওই ফ্লাইট থেকে নামিয়ে দেয়া হয়েছিল।চলুন আজ জেনে নিই কেন আসলে বিমানে মোবাইল ফোন ব্যবহার করতে দেয়া হয় না। ------------------------------------------------------------------------------------------------------- সুপ্রিয় দর্শকবৃন্দ Info Desk BD চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা রইলো। বর্তমানে সবাই যখন সস্তা বিনোদনের পেছনে ছুটছে তখন আমরা আপনাদের জন্য জ্ঞান চর্চা নিয়ে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো একটি সুন্দর জ্ঞানচর্চার প্লাটফর্ম হিসাবে এই চ্যানেলকে প্রতিষ্ঠিত করা। ইনশাল্লাহ আমরা সেটি করে চলেছি। এই চ্যানেলটা তাদের জন্য যারা বিজ্ঞান, প্রযুক্তি এবং বিশ্বের মধ্যে চলমান বৈচিত্রময় বিষয়ে জানতে আগ্রহী। তাই সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি Subscribe করে বেল বাটন টা ক্লিক করে রাখুন। Join Our Facebook Page- https://www.facebook.com/infodeskbd71

No comments

Powered by Blogger.