স্কুইড গেম সিরিজ নিয়ে অজানা কিছু চাঞ্চল্যকর তথ্য | Squid Game Drama Story in Bangla


স্কুইড গেম সিরিজটি নিয়ে অনেক তো রিভিউ পড়লেন, চলুন এবার কিছু চান্ঞ্চল্যকর  তথ্য জানা যাক স্কুইড গেম সিরিজটি সম্পর্কে।

নেটফ্লিক্স বলেছে তাদের খুব জনপ্রিয় সিরিজ স্কুইড গেম-এর একটি দৃশ্যে দেখানো একটি গুরুত্বপূর্ণ ফোন নম্বর তারা এডিট করে বাদ দেবার সিদ্ধান্ত নিয়েছে, কারণ এক নারী বলছেন এটি বাস্তবে তার ফোন নম্বর এবং তার মোবাইলে আসা ফোন কল সামাল দিতে তিনি হিমশিম খাচ্ছেন।
তাকে স্থানীয় মুদ্রায় ৪,১৭৮ ডলার সম পরিমাণ ক্ষতিপূরণের প্রস্তাব দেয়া হয়, তবে সেটা তিনি প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন।

ঋণগ্রস্ত ব্যক্তিদের গল্প নিয়ে নির্মিত কোরিয়ান থ্রিলার  স্কুইড গেম নেটফ্লিক্সের সর্বকালের সেরা টিভি শোর খেতাব পেয়েছে।

এই সিরিজের রাইটার হ্যুয়াং দং হিউক ২০০৯ সালে এই সিরিজের পাণ্ডুলিপি লিখেছিলেন। কিন্তু বিগত ১০ টা বছর প্রত্যেকটা স্টুডিও তার এই স্ক্রিপ্ট রিজেক্ট করে দিয়েছিল। একদা টাকাপয়সার টানাপোড়নে পড়ে রাইটিং ছেড়ে দেন আর 675 ডলারে নিজের ল্যাপটপ বিক্রি করে দেন।

হুয়াং দং হিউক এই সিরিজের পান্ডুলিপির প্রতিটি ক্যারেক্ট্যারের নাম তার পরিচিত বন্ধু বান্ধবদের নামানুসারে তৈরি করেছেন। এমনকি তার এক্সের নামও তিনি এই সিরিজে যোগ করেছেন।


বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রথম বারের মতো বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে কোরিয়ান কোনও সিরিজ।

জীবনযুদ্ধে পরাজিত, সমস্যায় জর্জরিত এবং গভীর হতাশাগ্রস্ত কিছু মানুষের গল্প নিয়ে নির্মাণ হয়েছে  Squid Game ড্রামা সিরিজটি।

শুধু নেটফ্লিক্সে বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও সিরিজটির অবস্থান শীর্ষে।

প্রচারের প্রথম ২৮ দিনেই ১১১ মিলিয়ন দর্শক দেখেছেন এই সিরিজ।

গেম শোটি প্রথম শুরু হয়েছে ১৭ই সেপ্টেম্বর এবং নেটফ্লিক্স বলছে মাত্র দশ দিনের মধ্যে ৯০টি দেশে এই শো র‍্যাংকিং এ এক নম্বরে উঠে গেছে। কোরিয়ান মুভি ড্রামায় এই বছর নেটফ্লিক্সের ৭ হাজার কোটি টাকা ইনভেস্ট  করেছে।

No comments

Powered by Blogger.