Troll Bangladeshi Web Film Review | Apurba | Tasnia Farin | Rashed Mamun Apu | Cinematic apps

বর্তমানে সাইবার বুলিং কতটা মারাত্নক সেটা বলার অপেক্ষা রাখে না।আর এই কাজ গুলা দূরের মানুষ না,খুব কাছের মানুষগুলোই করে।বর্তমান সমাজের এই চিত্রই ফুটে উঠেছে ওয়েভ ফিল্ম 'ট্রোল'।

কনসেপ্টটা অসাধারণ এবং সময়োপযোগী। সামান্য ট্রল ভিডিও লিকেজ,ভাইরাল ভিক্টিমকে ব্ল্যাকমেইল, সেলিব্রেটিদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য তাদের জীবনকে কতটা দুর্বিষহ করে তুলে তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। 

আমি এটা বলতে পারি, মুভিটা দেখলে যে কেও ইমোশনাল হবে, ভাবনার উদয় হবে,সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হবে।

বর্তমান বাস্তবতার উপর ভিত্তি করে সঞ্জয় সমদ্দারের ওয়েব ফিল্ম 'ট্রোল' এর গল্প গড়ে উঠেছে।

No comments

Powered by Blogger.