গাজীপুরের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা "জানোয়ার"
"মানুষ সেজে জানোয়ার আসে
খুঁজে দেখো তোমারই আশেপাশে"
প্রথমত বাংলাদেশে এমন ওয়েব সিরিজ হতে পারে সেটা আমার কল্পনার বাইরে ছিল।প্লিজ সবাই দেখবেন শুধু মাত্র সাবধানতার জন্য আর আশেপাশের মানুষ নয় কিছু জানোয়ার ও আছে এটা বোঝার জন্য।
মুভি: জানোয়ার (ওয়েব ফিল্ম)
ধরন: ফ্যমিলি ড্রামা, ক্রাইম থ্রিলার
গল্প: গাজীপুরের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।
পরিচালক: রায়হান রাফি
রেটিং: ৮.৫ (পার্সোনাল)
অভিনয়: তাসকিন রাহমান, এলিনা শাম্মি, মুনমুন আহমেদ, আরিয়া অত্রি, রাশেদ মামুন অপু।
No comments