Khachar Bhitor Ochin Pakhi 2021 Full Movie Review | খাঁচার ভিতর অচিন পাখি মুভি | Raihan Rafi | Tama Mirza
প্রথমত মুভির টিজার, ট্রেলার, পোস্টার দেখে সবাই হয়তো কিছুটা বুঝতে পেরেছেন যে এখানে দেখানো হয়েছে, অনেক আগে বিশাল একটা পরিত্যক্ত কারখানা, সেখানে দুজন মানুষ আটকা পড়ে যায়। এর পরবর্তীতে তাদের শেষ পরিনতি কি হয়। শুরু থেকে মুভিটা দেখলে বুঝতে পারবেন, একটা সারভাইভাল ড্রামা থেকে অসাধারণ পলিটিক্যাল থ্রিলারে পুরো গল্পটি মোড় নেয়।
তবে যে গল্প দেখানো হয়েছে সিনেমায়, সে গল্পের সাথে আমি আপনি খুবই পরিচিত। সত্যি করে বললে প্রতিনিয়তই এমন ঘটনা আমরা দেখেছি, জেনেছি আর আফসোস করেছি। তবে এই চেনা ঘটনাই আপনাকে অন্যভাবে দেখার সুযোগ করে দিবে খাঁচার ভিতর অচিন পাখি।
গোটা মুভিতে রায়হান রাফির ডিরেকশন ছিলো এক কথায় দুর্ধর্ষ। মুভির কালার গ্রেডিং ও সেট ডিজাইন ছিলো খুবই দারুণ। আর মুভিতে তমা মির্জা ও ফজলুর রহমান বাবুর মেকাপ কস্টিউম ডিজাইন, সাথে ব্যাকগ্রাউন্ডে সবসময় একটা থ্রিলিং মিউজিক সবই ছিলো টপ ক্লাস।
গল্পের কারিশমা কে আরো অন্য মাত্রায় নিয়ে গেছে অভিনয় শিল্পীরা। ফজলুর রহমান বাবুর কথা নতুন করে বলার কিছুই নাই। তিনি যে মাপের অভিনেতা, তাতে করে আমি আরো আগেই ওটিটি তে চাচ্ছিলাম। তার মতো অভিনেতার ওটিটি কাজ মাত্র দুটো।
তমা মীর্জা তার এখন পর্যন্ত সেরা অভিনয় হয়তো খাঁচার ভিতর অচিন পাখি সিনেমার, পাখি চরিত্রে করলেন। সল্প সময়ের জন্য আসা ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, নাসির উদ্দীন সবাই চমৎকার কাজ করেছেন।
দারুন ক্যামেরার কাজের জন্য রাজিবুল নামের লোকটা কে একটা স্পেশাল ধন্যবাদ। পরিত্যাক্ত ফ্যাক্টরিতে মাত্র দুজন মানুষ আবার সিনেমার দৈর্ঘ্য ১১৩ মিনিট, এটা একঘেয়ে লাগেনি তার অন্যতম কারণ ক্যামেরার কাজের জন্য। চরকির সেরা কাজের কাতারে রায়হান রাফির খাঁচার ভিতর অচিন পাখি সিনেমাটি থাকবে।
ওভারঅল আপনি যদি মুভিটিকে জাস্ট একটি সিনেমা হিসেবেই উপভোগ করেন, তাহলে আমার মতে আপনার কাছে এই সিনেমাটি নিসন্দেহে একটি বাংলাদেশর বেস্ট এন্ড পিওর পলিটিক্যাল মাস্টারপিস সিনেমা লাগবে।
No comments