ট্রেনের ফ্রি টিকিটের আবদার চট্টগ্রাম কৃষক লীগের
চট্টগ্রাম থেকে ঢাকায় আসা-যাওয়ার জন্য বিনামূল্যে টিকিট চেয়েও পায়নি আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ। আগামী ৬ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে যোগ দিতে রেলের তূর্ণা নিশীথা ট্রেনের প্রথম শ্রেণির ১৯০টি টিকিট বা চারটি বগি চেয়েছিল চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগ।
৫ নভেম্বর রাতে গিয়ে ৬ নভেম্বর রাতে চট্টগ্রামে ফিরতে চিঠি দিয়ে এই টিকিট চায় তারা। তবে তাদের সেই আবদার রাখেনি রেলওয়ে। চিঠির জবাবে জানিয়ে দেওয়া হয়েছে, ফ্রি টিকিট দেওয়ার নিয়ম নেই রেলওয়ের।
রেলের কাছে ফ্রি টিকিট চাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন কৃষক লীগের সংশ্নিষ্ট নেতাকর্মীরা। দলের নেতাকর্মীদের মধ্যেও এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্নিষ্টরা বলছেন, ঢাকায় যেতে টিকিটের জন্য কৃষক লীগের প্রত্যেক কাউন্সিলরের কাছ থেকে এক হাজার টাকা করে চাঁদা নেওয়া হয়। এর পরও তারা কেন এই কাজ করল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
রেলওয়ের টিকিটের মূল্যহার অনুযায়ী, তূর্ণা নিশীথার প্রথম শ্রেণির প্রতিটি টিকিটের মূল্য ৭৩৫ টাকা। এ হিসাবে কৃষক লীগের চাওয়া ১৯০টি টিকিটের মূল্য দুই লাখ ৭৯ হাজার ৩০০ টাকা।
রেলওয়ে সূত্র জানায়, টিকিট চেয়ে ২০ অক্টোবর রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) বরাবর সংগঠনের প্যাডে চিঠি দেয় চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগ।
সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ৬ নভেম্বর কৃষক লীগের কাউন্সিলে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই কাউন্সিলে যোগ দিতে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের পক্ষ থেকে ১৯০ জন কাউন্সিলরের নাম দেওয়া হয়েছে। ৫ নভেম্বর রাতে তারা চট্টগ্রাম থেকে যাত্রা করবেন এবং ৬ নভেম্বর রাতে আবার চট্টগ্রামে ফিরবেন। কৃষক লীগের কাউন্সিলরদের যাওয়া-আসার সুবিধার্থে এসব টিকিট প্রয়োজন হবে। কাউন্সিলে নির্বিঘ্নে যোগদান ও ফিরে আসার জন্য এসব টিকিট প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়। আবেদনের সঙ্গে ১৯০ প্রতিনিধি ও পর্যবেক্ষকের নাম, পরিচয় ও মোবাইল ফোন নম্বরও সংযুক্ত করে দেওয়া হয়।
গত ২২ অক্টোবর রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের পক্ষে অ্যাসিস্ট্যান্ট চিফ কমার্শিয়াল ম্যানেজার (আর) খায়রুল করিম চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের কাছে চিঠির জবাব দেন। এতে বলা হয়, রেলওয়েতে ফ্রি ভ্রমণের সুযোগ নেই। তাই তাদের আবেদন বিবেচনা করার সুযোগ নেই। এ জন্য কৃষক লীগের কাছে দুঃখ প্রকাশ করেন এই কর্মকর্তা।
তবে ফ্রি টিকিট না পেয়ে হতাশ হন কৃষক লীগ নেতারা। ফলে টাকা দিয়ে টিকিট পেতে আবেদন করেন তারা। তবে সেই আবেদনে ১৯০ জনের পরিবর্তে টিকিট চাওয়া হয় ১৪০ জনের।
চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম বলেন, কৃষক লীগের সদস্যরা দরিদ্র। তাই কাউন্সিলে যোগ দিতে ফ্রি টিকিট চেয়েছেন তারা।
No comments