সাত বছরের মধ্যে সর্বোচ্চ বাজেট ঘাটতি যুক্তরাষ্ট্রের!!!


ত সেপ্টেম্বরে শেষ হওয়া ২০১৮-১৯ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ছিল ৯৮ হাজার ৪০০ কোটি ডলার। আগের অর্থবছরের ঘাটতি ছিল ৭৭ হাজার ৯০০ কোটি ডলার। অর্থাৎ আগের বছরের তুলনায় দেশটির ঘাটতি বেড়েছে ২৮ শতাংশের বেশি। ২০১২ সালের পর এটিই দেশটির সবচেয়ে বড় বাজেট ঘাটতি। খবর: এএফপি।

তথ্যমতে, সদ্য শেষ হওয়া অর্থবছরের এ বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপির) চার দশমিক ছয় শতাংশ। গত অর্থবছরে তুলনায় জিডিপির হিসাবে ঘাটতি ছিল তিন দশমিক আট শতাংশ।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিবেদন মতে, গত অর্থবছরের শুরুতে বাজেট ঘাটতির পূর্বাভাস দেওয়া হয় ৯৬ হাজার কোটি ডলার। কিন্তু লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে ঘাটতি। চলতি অর্থবছরে রেকর্ড ঘাটতির বিষয়ে সতর্ক করছেন অর্থনীতিবিদরা। তারা বলেছেন, আগামী ১০ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজেটে গড় ঘাটতি হতে পারে এক লাখ ২০ হাজার কোটি ডলার। এর আগে ২০০৯ সালে প্রথমবারের মতো লাখ কোটি ডলার বাজেট ঘাটতি দেখা যায় যুক্তরাষ্ট্রে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানিতে শুল্কারোপে রাজস্ব বৃদ্ধি সত্ত্বেও বাড়ল বাজেট ঘাটতি। গত বছরের অক্টোবরে শুরু হওয়া অর্থবছরে রাজস্ব দুই দশমিক তিন শতাংশ বাড়ানোর পাশাপাশি খরচ বেড়েছে ৯ দশমিক তিন শতাংশ। ২০২২ অর্থবছর নাগাদ ঘাটতি বেড়ে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত হওয়ার পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা।

গত বছর চীনা পণ্য আমদানিতে শুল্ক বসিয়ে চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের সূচনা করেন ডোনাল্ড ট্রাম্প। গত চলতি বছরের মে মাসে দেশটি থেকে পণ্য আমদানিতে ৪৯০ কোটি ডলারের রেকর্ড শুল্কারোপ করেন। এতে অর্থবছরের আট মাসে সব মিলে চীনা পণ্যে শুল্কারোপের পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার ৪৯০ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ। ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন, এ শুল্কের মাধ্যমে যুক্তরাষ্ট্র শত কোটি ডলার আয় করছে। কিন্তু প্রকৃত অর্থে যুক্তরাষ্ট্রকেই এ শুল্ক দিতে হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮-১৯ অর্থবছরের জন্য চার দশমিক চার ট্রিলিয়ন ডলারের উচ্চাভিলাষী বাজেটের খসড়া প্রকাশ করেছিলেন। এটি ২০১৭ সালের বাজেটের চেয়ে ১০ শতাংশ বেশি। সামরিক ব্যয় এতটাই বাড়ানো হয়েছে যে, চিকিৎসা, বৈদেশিক সহায়তা, খাদ্য সহায়তা কর্মসূচি ও পরিবেশ সংরক্ষণের মতো খাতগুলোর বরাদ্দ কমিয়ে দেওয়ার পরও এ বিপুল ঘাটতি থেকে গেছে।

No comments

Powered by Blogger.