ক্রিকেটে নতুন প্রযুক্তির বল | Sportcor or kookaburra smart cricket ball | Viral Kingdom
আসন্ন সিপিএল এ দেখা যাবে নতুন এক ধরনের স্মার্ট বল। এই বল SportCor নামক সংস্থার সাথে যৌথ ভাবে মিলে, ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা কোকাবুরা তৈরি করেছে। এই বলে একটি মাইক্রোচিপ থাকবে যা দিয়ে একাধিক তথ্য আরও সঠিকভাবে মিলবে। নতুন আরও এক প্রযুক্তির ব্যবহার দেখতে যাচ্ছে ক্রিকেট প্রেমীরা। ২৬ আগস্ট থেকে শুরু হতে চলা সিপিএলের মাধ্যমে প্রথমবার পেশাদার ক্রিকেটে আগমন ঘটতে চলেছে স্মার্ট বলের।
No comments