আইপিএলের জন্য বাংলাদেশ সফরে আসবে না ইংল্যান্ড | England tour of Bangladesh postponed | ban vs eng
আইসিসি আসলেই পুরাপুরি ইন্ডিয়ার নিয়ন্ত্রনে এইটা আবারো প্রমাণিত। একটা লিগ যত বড়ই হোক না কেন তাই বলে সেই লিগের কারণে, আইসিসির নির্ধারিত গুরুত্বপূর্ণ একটা সিরিজ পিছিয়ে দেওয়া হবে এইটা মেনে নেওয়া যায় না। কিন্তু দুঃখ জনক হলেও এইটা সত্যি যে মেনে নেওয়া ছাড়া আমাদের ক্রিকেট বোর্ডের কিছু করার নাই।
বিশ্বে ক্রিকেট এবং ফুটবলের জন্ম মোটামুটি একই সময়। অথচ বিশ্বে ফুটবলের অবস্থান কোথায় আর ক্রিকেটের কোথায়। ফুটবলেও লিগ হয়, ফুটবলের লিগ গুলোর টাকার ছড়াছড়ি ক্রিকেটের তুলনায় কয়েকগুণ বেশি। তারপরও কি কখনো শুনেছেন ফিফা কোন লিগের কারণে কিংবা নিদিষ্ট কোন দলের কারণে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে।
No comments