টেস্ট ক্রিকেট থেকে অপ্রত্যাশিত বিদায় মাহমুদউল্লাহর - Mahmudullah retires from Test cricket

১৬ মাস আগে ৪৯ তম টেস্ট খেলা মাহমুদউল্লাহ রিয়াদ হারারেতে নেমেছিলেন নিজের ৫০ তম টেস্ট খেলতে। ১ম ইনিংসে দলের বিপর্যয়ে হাল ধরে করেন অপরাজিত ১৫০ রান। সাদা পোশাকে যা তার ক্যারিয়ার সেরা। তবে এই টেস্টের মাঝপথেই সতীর্থদের জানান সাদা পোশাকে আর নয়। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও মাহমুদউল্লাহ টেস্ট থেকে অবসর নিচ্ছেন এই খবর প্রতিষ্ঠিত হয়ে যায়। যাদের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করেন সেই সতীর্থরা হারারেতে শেষ দিনে মাঠে নামার আগে দেন গার্ড অব অনার।



No comments

Powered by Blogger.