মইন আলি কে নিয়ে বিতর্কিত টুইটে তসলিমা নাসরিন । Moin Ali | Taslima Nasrin | Viral Kingdom
টুইটে তসলিমা নাসরিন ইংরেজ ক্রিকেটারের উদ্দেশ্যে লেখেন, ‘ক্রিকেটার না হলে মইন আলি সিরিয়ায় গিয়ে ISIS-এ যোগ দিতেন।’ বাংলাদেশি সাহিত্যিকের এহেন টুইটে তোলপাড় হয় নেটদুনিয়া। মইনের সমর্থনে এগিয়ে এসে তসলিমার প্রতি নিন্দায় সরব হন তাঁর সতীর্থ জোফ্রা আর্চার, স্যাম বিলিংসরা। সব দেখেশুনে পরে আরেকটি টুইটে তসলিমা তাঁর বিতর্কিত টুইটকে ‘সারকাজম’ আখ্যা দেন অর্থাৎ, সাহিত্যিকের কথায় তিনি মজার ছলে এমন মন্তব্য করেছেন।
#Mohin_Ali #Jofra_Archer #Taslima_Nasrin
No comments