আইপিএলের সবচেয়ে দামী পাঁচ ক্রিকেটারের তালিকায় সাকিব আল হাসান
চলতি বছরের আইপিএলে কোন কোন ক্রিকেটার সবচেয়ে বেশি দাম পাবেন, তাদের সম্ভাব্য একটা তালিকার কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষক আকাশ চোপড়া। এই তালিকায় কে কে আছেন এবং বাংলাদেশ ক্রিকেটের সব চেয়ে বড় বিজ্ঞাপন সাকিব কে দলে নিতে কারা কারা আগ্রহ প্রকাশ করেছেন এবং কেনো করেছেন তা নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
#sakibalhasaninipl2021 #ipl2021 #iplauction
Join Facebook- https://www.facebook.com/viralkingdom71
No comments