ঠেকায় পড়ে সাকিব মাহমুদউল্লাহ সাব্বির যখন উইকেট কিপার | Shakib |Mahamud...


ঠেকায় পড়ে সাকিব মাহমুদউল্লাহ সাব্বির যখন উইকেট কিপার | Shakib | Mahamudullha | Sabbir Stand In Wicket Keeper

সাধারণত দলের কোনো খেলোয়াড় ইনজুরির কারণে ফিল্ডিং করতে না পারলে বদলি হিসেবে আরেকজনকে নামানো যায়। কিন্তু উইকেটরক্ষকদের জন্য এ নিয়ম প্রযোজ্য ছিল না।
ঠেকায় পড়ে উইকেটকিপিং গ্লাভস হাতে নেয়া এ মানুষগুলোকে বলা হয় ‘স্ট্যান্ড-ইন উইকেটরক্ষক'। এই আইনের কারণে উইকেটের পেছনে গ্লাভস হাতে এমন অনেক মানুষকেই দেখা গেছে, যাদের নাম কোনোভাবেই উইকেটরক্ষক সত্তার সাথে যায় না। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়, চলুন দেখে নেয়া যাক টেস্টে বাংলাদেশের এমনই কিছু স্ট্যান্ড-ইন উইকেটরক্ষকের গল্প।

No comments

Powered by Blogger.