হাসপাতালে তামিম ইকবাল-ভাবনায় ঢাকা প্লাটুন
চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে খেলা হবে না ঢাকা প্লাটুনের এ ওপেনারের। এমনকি পুরো চট্টগ্রাম পর্বেই অনিশ্চিত তামিম ইকবাল। জ্বরে আক্রান্ত তামিম ইকবাল এখন হাসপাতালে। আজ বঙ্গবন্ধু বিপিএল-এ স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামছে শিরোপাপ্রত্যাশী ঢাকা প্লাটুন। আর তামিম ইকবালের অনপস্থিতিতে বিকল্প চিন্তা মাথায় রেখেছেন প্লাটুন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সোমবার ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তামিম ইকবাল। গতকাল হাসপাতালের বিছানায় শুয়ে সময় কেটেছে দেশসেরা ওপেনারের। আর চট্টগ্রামের এম আজিজ স্টেডিয়ামে ঢাকা প্লাটুনের অনুশীলনের ফাঁকে তামিম ইকবালের অসুস্থতা নিয়ে কোচ সালাউদ্দিন বলেন, ‘কঠিন।
আমার মনে হয় খুব কঠিন। এখনো হাসপাতালে আছে সে। দু-দিন প্রচণ্ড জ্বর ছিল। আমার মনে হয় সুস্থ হলেও তার জন্য কঠিন হয়ে যাবে কালকে (আজ) খেলা। আমরা আসলে বিকল্প ভেবে রেখেছি ওর।’
তামিম ভাইরাল জ্বর ছাড়াও কুঁচকির চোটে ভুগছেন তামিম ইকবাল। আর বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান , অসুস্থতা ও শারীরিক দুর্বলতার জন্য বিপিএলের চট্টগ্রাম পর্বে তামিমের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সুস্থ হয়ে উঠলেও অন্তত আগামী দু-চার দিনের মধ্যে তার খেলার সম্ভাবনা নেই। বিপিএলে শেষ দুই ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দেন তামিম। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলেন ৭৪ রানের ইনিংস। এরপর সিলেট থান্ডারের বিপক্ষেও ৩১ রান করেন তিনি। ঢাকায় প্রথম পর্বে ৩ ম্যাচে ২ জয় পেয়েছে ঢাকা প্লাটুন। টুর্নামেন্টের এই মুহূর্তে তামিমের না থাকাটা বড় ধাক্কা বলেই মনে করছেন সালাউদ্দিন। প্লাটুন কোচ বলেন, ‘তামিমের না থাকা যেকোনো দলের জন্য অবশ্যই বড় ক্ষতি। সে আমাদের প্রধান ব্যাটসম্যান। রানের মধ্যেও ফিরছিল।’ তামিমের বিকল্প হিসেবে স্থানীয় ক্রিকেটারদের মধ্য থেকে কাউকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন ঢাকা প্লাটুনের এ কোচ।
কাল প্লাটুনের অনুশীলনে ছিলেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। চোট কিংবা ফিটনেস নিয়ে মাশরাফির কোনো সমস্যা আছে কি না, এ ব্যাপারে জানতে চাইলে আশ্বস্ত করলেন সালাউদ্দিন। বলেন, ‘মাশরাফি ঠিক আছে। চিন্তা না করলেও চলবে। এখন সে তৈরি হচ্ছে। জিম করছে সুইমিং করছে। মাঠে না থাকলেও মনে করবেন না সে খেলার মধ্যে নেই।’
সূচি নিয়ে আক্ষেপ ঢাকা কোচের
বিপিএলের প্রথম পর্বে সবচেয়ে বেশি ৪ ম্যাচ খেলেছে ঢাকা প্লাটুন। চট্টগ্রাম পর্বে আজ নিজেদের পঞ্চম ম্যাচে নামছে তারা। তবে তামিম ইকবালসহ দলের কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। সরাসরি না বললেও খেলোয়াড়ের অসুস্থতার জন্য ঠাসা সূচিকে দায়ী করলেন ঢাকা কোচ সালাউদ্দিন। গতকাল তিনি বলেন ‘আসলে টুর্নামেন্টের সূচিটা আমাদের জন্য একটু খারাপ হয়ে গেছে। টি-টোয়েন্টিতে টানা তিনটা ম্যাচ খেলা যেকোনো দলের জন্যই অনেক চাপের। আর তামিমের না থাকা যেকোনো দলের জন্য অবশ্যই বড় ক্ষতি। আমাদের প্রধান ব্যাটসম্যান।’
ঢাকা ও চট্টগ্রাম-পর্ব মিলিয়ে ১২ দিনের মধ্যে ৬ ম্যাচ খেলতে হবে ঢাকা প্লাটুনকে। এ নিয়ে দুশ্চিন্তায় সালাউদ্দিন। আক্ষেপ করে তিনি বলেন, ‘আমরা ফিকশ্চার করি না। নিজেরা করলে সুবিধা নিতাম। টি টোয়েন্টি অনেক চাপের খেলা। টানা তিনটা ম্যাচ খেলা সহজ না টুর্নামেন্টের শুরুতে। সূচিটা আরেকটু বেটার হলে ভালো হতো। এখন তো চিন্তা করে কোনো লাভ নেই। তামিমের আজ জ্বর, হাসান মাহমুদেরও জ্বর জ্বর ভাব। এখন জানি না কী হবে। যে কারণে খেলোয়াড়দের একটু বিশ্রাম দিলে ভালো হতো।’
আজকের ম্যাচের পর ২৩ ও ২৪ তারিখ পরবর্তী দুই ম্যাচ খেলবে ঢাকা প্লাটুন। সালাউদ্দিন জানিয়েছেন, তামিমকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে বিশ্রামেই রাখবে ঢাকা। এদিকে পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ চলে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ শহীদকে নিয়েছে ঢাকা প্লাটুন।
No comments