ভারতের বিপক্ষে জয়ের পর ফেসবুকে সাকিব এবং মুশফিকের পোস্ট ভাইরাল

ভারতের বিপক্ষে টি-২০তে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ; তাও আবার ভারতের মাটিতে।

এমন জয়ে চারদিক থেকে অভিনন্দনে ভাসছেন টাইগাররা। গুরুত্বপূর্ণ এ জয়ে দলে ছিলেন না সাকিব আল হাসান। তবে তার অভাব বুঝতে দেননি মুশফিক-মাহমদুল্লাহরা।

এমন জয়ের পর দলকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
Shakib al Hasan
ফেসবুকে তিনি লিখেছেন, চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ!
তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহূর্ত।

প্রতিপক্ষের মাঠে ঐতিহাসিক এ জয়ের নায়ক মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবলের ৬০ রানের অনবদ্য ইনিংসে ৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।

গত কয়েক সপ্তাহ ধরে দেশের ক্রিকেটাঙ্গণে চলতে থাকা গুমট পরিবেশে এ যেনো স্বস্তির হিমেল হাওয়া। পুরো দেশ মেতেছে এ জয়ে। সামাজিক যোগযোগমাধ্যম সমর্থকদের উল্লাস আর অভিনন্দনে ভরা।

এই জয় নিয়ে উৎসাহ যে কতটা তা বুঝা যায় মুশফিকুর রহিমের ফেসবুক পেজ থেকে দেয়া পোস্টে ভক্তদের রিসপন্স দেখে। ভারতকে হারানোর পরপরই মুশফিকুর রহিমের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ছোট্ট
পোস্ট দেয়া হয়। যেখানে মুশির একটি ছবির সঙ্গে শুধু লেখা হয়েছে 'আলহামদুলিল্লাহ'।
Musfiqur Rohim

বিস্ময়করভাবে পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। মাত্র ৫ মিনিটে এতে লাইক পড়ে ৫০ হাজারের বেশি। শেয়ার হয় এক হাজার বারের বেশি।

এদিকে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

No comments

Powered by Blogger.